মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি‘র (৯) কবরে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশ বিমান বাহিনী সদস্যরা।
শনিবার (২ আগস্ট) দুপুরে রাইসার করবে শ্রদ্ধা জানাতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে আসেন বিমান বাহিনীর ২০ সদস্যের একটি দল।
বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে স্কোয়াড্রন লিডার জিহাদুল ইসলাম ও ফ্লাইং অফিসার রুদাবা কামাল ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে রাইসার কবর জিয়ারত করেন। এছাড়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদে দোয়া আয়োজন করা হয়। পরে এতিমখানার শিশুদের মাঝে তোবারক বিতরণ করেন বিমান বাহিনী সদস্যরা।
এ সময় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম উপস্থিত ছিলেন।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাইসা মনির কবরে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিমান বাহিনীর কর্মকর্তারা নিহতের বাড়িতে আসেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে ছিলাম। রাইসার পরিবারের পাশে সব সময় থাকবে উপজেলা প্রশাসন।’
শাহাবুল শেখ ও মীম আক্তার দম্পতির মেয়ে রাইসা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রাইসা ছিল মেঝো সন্তান।
রাইসার বাবা শাহাবুল শেখ বলেন, ‘আমার সোনা মনির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার মনিকে জান্নাতবাসী করেন।’
উল্লেখ্য, গত ২৫ জুলাই আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া দক্ষিনপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে রাইসা‘র দাফন সম্পন্ন করা হয়।
প্রসঙ্গত, গত ২১ জুলাই বেলা সোয়া একটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।
এসএ