উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জ্বলন করেছে শরীয়তপুর জীবন তরী মুক্ত স্কাউট গ্রুপ।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা।
এসময় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সেই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন অংশগ্রহণকারীরা।
এসময় উপস্থিত ছিলেন জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক গোবিন্দ চন্দ্র দত্ত, ইউনিট লিডার মো. সজিব খান, নির্বাহী কমিটির সদস্য সাজেদুল ইসলাম শাহেদসহ স্কাউট ও রোভার স্কাউট এর সদস্যগণ।
স্থানীয় স্বেচ্ছাসেবী সাইফুল ইসলাম তন্ময় বলেন, আমাদের যেসকল শিক্ষার্থী ভাই বোনেরা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে তাদের সকলের সুচিকিৎসা সরকারের সুনিশ্চিত করতে হবে।
স্থানীয় গণমাধ্যমকর্মী খান খান মোহাম্মদ শিহান বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে দুর্ঘটনা ঘটেছে তাতে কত ছোট ছোট শিশুর নির্মম মৃত্যু হয়েছে তাদের স্বরনেই আজকের এই আয়োজনে আমি আমার ছোট মেয়েকে নিয়ে উপস্থিত হয়েছি।
জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক গোবিন্দ চন্দ্র দত্ত বলেন, উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনায় আজকের এই প্রার্থনা ও মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করেছি।
রুপম/আল