মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বিমানবাহিনী।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিমান বাহিনীর প্রধানের পক্ষে বীর উত্তম একে খন্দকার ঘাঁটির উইং কমান্ডার আল আমিনের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নে আবদুল্লাহ ছামীমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত করা হয়৷ এসময় ছামীমের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করা হয়।
পরবর্তীতে তারা শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুরে নিহত আয়মানের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান। এবং নিহতের কবর জিয়ারত করেন।
প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার আল আমিন বলেন, বিমান বাহিনী প্রধানের নির্দেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পুর্ণ সামরিক মর্যাদা প্রদান করা হয়েছে। একজন সামরিক বাহিনীর সদস্য মারা গেলে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় আমরা সেই সুযোগটা পাইনি। তাই আমরা পর্যায়ক্রমে বিমান দুর্ঘটনায় নিহত সকল শিক্ষার্থীদের কবরে সামরিক মর্যাদা প্রদান করছি।
তিনি আরও বলেন, একজন বিমান বাহিনীর সদস্য মারা গেলে তার পরিবার যে ধরনের সাহায্য, সহযোগিতা এবং সহমর্মিতা পায় এবং আমরা পাশে থাকি সেভাবেই আমরা প্রত্যেক নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে আছি।
সালাউদ্দিন রুপম/এজে/দীপ্ত সংবাদ