বিজ্ঞাপন
শনিবার, আগস্ট ১৬, ২০২৫
শনিবার, আগস্ট ১৬, ২০২৫

মাইনর লিগ ক্রিকেটে নাম লেখালেন সাকিব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট (এমআইএলসি)-এ নাম লিখিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্টের আগামী মৌসুমে বাংলাদেশি মালিকানাধীন আটলান্টা ফায়ার হয়ে মাঠে নামবেন এই তারকা ক্রিকেটার।

ফ্র্যাঞ্চাইজিটি এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড (বিশেষ নিয়ম করে ক্রিকেটার দলে নেওয়া) খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে,‘বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগ মৌসুমে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে যোগ দিচ্ছেন, এজন্য আমরা উচ্ছ্বসিত।। ব্যাট ও বলদুটোতেই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। সাকিব তার অনন্য অভিজ্ঞতা, দক্ষতা এবং তারকাখ্যাতি দিয়ে ফায়ারের লাইনআপকে সমৃদ্ধ করবেন। আটলান্টায় তার জাদু দেখার জন্য প্রস্তুত থাকুন!’

টিটোয়েন্টি ফরম্যাটের মাইনর লিগ ক্রিকেটে বাংলাদেশি হিসেবে অবশ্য সাকিবই প্রথম না, এর আগে খেলেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেন। ২০২২ সালে আটলান্টা ফায়ার হয়েই খেলেছিলেন এই অলরাউন্ডার।

বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলছেন সাকিব। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার খেলছেন অ্যান্টিগা অ্যান্ড বার্বাডোজ ফ্যালকনস হয়ে। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাটেবলে ব্যর্থ হয়েছেন তিনি। সিপিএল শেষ করে যুক্তরাষ্ট্রে গিয়ে আটলান্টা ফায়ার যোগ দেবেন সাকিব।

মাইনর লিগ ক্রিকেট মূলত মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) বাছাইপর্ব হিসেবে কাজ করে। ২০২৫ মাইনর লিগ মৌসুম চলবে ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত, যা এমএলসি মৌসুম শেষ হওয়ার পরপরই।

টুর্নামেন্টে ২৬টি দলকে আটলান্টিক ও প্যাসিফিক কনফারেন্সে ভাগ করে লিগটি আয়োজন করা হয়। এতে আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে স্থানীয় ক্রিকেটাররাও নিজেদের প্রমাণের সুযোগ পেয়ে থাকেন।

উল্লেখ্র, বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তিনি এখনো মার্কিন নাগরিকত্ব নেননি।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More