চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের চাকরি খোয়ানো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান এখন মাইক্রোসফটে যোগ দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সোমবার (২০ নভেম্বর) এই ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের সিইও সাতেয়া নাদেলা।
সাতেয়া নাদেলা তার পোস্টে লিখেছেন, আমরা অত্যন্ত আননন্দের সঙ্গে জানাচ্ছি, স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যান একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দিতে মাইক্রোসফটে যোগ দিচ্ছেন। স্যাম অল্টম্যান এই গবেষণা দলের সিইও হবেন।
এদিকে নতুন সিইও হিসেবে এমেট শেয়েরকে নিয়োগ দিয়েছে ওপেনএআই। তিনি মার্কিন টিভি সম্প্রচারমাধ্যম টুইসের সাবেক প্রধান।
স্যাম অল্টম্যানকে বরখাস্তের পর ওপেনএআই–এর কর্মীরা কোম্পানির বোর্ডকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত শীর্ষস্থানীয় কর্মকর্তা থেকে শুরু করে জুনিয়র স্টাফদের সাক্ষরিত এক চিঠিতে এ আহ্বান জানানো হয়। চিঠিতে তারা অল্টম্যানকে পুনর্বহালেরও দাবি জানান।
উল্লেখ্য, ওপেনএআই’র সবচেয়ে বড় বিনিয়োগকারী হচ্ছে মাইক্রোসফট। আর চ্যাটজিপিটির স্রষ্টা হিসেবেই পরিচিত স্যাম অল্টম্যান।
এসএ/দীপ্ত নিউজ