ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুর ১২ টার দিকে পাঠানো ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১১টা ৫ মিনিটে (২৩:০৫ ঘটিকা) গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং সামান্তা বিওপির একটি যৌথ বিশেষ টহল দল নিশ্চিন্তপুর গ্রামের সীমান্ত পিলার ৫৯/৩–এস থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সেখানকার স্থানীয় জুলু মিয়ার পাটক্ষেতের আইলের পাশে সন্দেহজনক বস্তু দেখতে পায় টহল দলটি।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ০১টি বিদেশি পিস্তল (মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি), ০২টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড গুলি (৭.৬৫ কেএফ)। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মালিকবিহীন অবস্থায় ছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান জানান, “দেশের অভ্যন্তরে চোরাচালান ও অস্ত্র–গোলাবারুদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সবসময় কঠোর নজরদারিতে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সফলতা পাওয়া গেছে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হবে।
এদিকে সীমান্ত এলাকায় এমন অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও বিজিবির তৎপরতায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।
শাহরিয়ার/আল