মহেশপুরের খালিশপুরস্থ ৫৮ বিজিবির পৃথক পৃথক অভিযানে ৭টি স্বর্ণের ফ্লাট বার, বিভিন্ন ব্যান্ডের ৫৬টি এনড্রয়েড মোবাইল, ভারতীয় তৈরী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
মাসুদ পারভেন রানা জানান, শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জীবননগর মোল্যাবাড়ী মোড় থেকে জুয়েল হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করলে তার থেকে টেপ দিয়ে মোড়ানো ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা দক্ষিনচাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। জব্দকৃত স্বর্ণের ওজন ৮২৯.২৭ গ্রাম, যার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।
অপর দিকে গত শুক্রবার (২৪ মার্চ) সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর চ্যাংখালী নামক স্থানে অভিযান চালিয়ে আল আমিন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় তৈরী ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়। আটককৃত আলা–আমিন দিনাজপুর জেলার বড়হরিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।
এছাড়াও গত মঙ্গলবার (২২ মার্চ) জীবননগর থানার গয়েশপুর মেইন রাস্তার পাশ হইতে মালিক বিহীন বিভিন্ন ব্যান্ডের ৫৬টি এনড্রয়েড মোবাইল, ১৪৪টি এনড্রয়েড ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণ, পিস্তল ও মোবাইল ফোন আইনি প্রক্রিয়া শেষে জেলা ট্রেজারী অফিসে জমা দেয়াসহ আসামী থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
এফএম/দীপ্ত সংবাদ