অসহায় মানুষের মাঝে সুপেয় পানি নিশ্চিত করতে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিনামূল্যে ৩০টি টিউবওয়েল বিতরণ করেছে সমাজসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় উপজেলার দত্তনগরের কুশাডাঙ্গা বটতলায় এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যেসব টিউবওয়েল বিতরণ করা হয়েছে; প্রত্যেকটি স্থাপন করতে সকল খরচ বহন করবে দোস্ত এইড। এতে অসহায় মানুষগুলোর খুবই উপকার হবে। আমি তাদেরকে বলব, আপনারা অত্র এলাকায় এ ধরনের সেবামূলক কার্যক্রম বাড়িয়ে অসহায় মানুষের পাশে থাকবেন।
প্রধান আলোচকের বক্তব্যে হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে দোস্ত এইড সারা দেশে বিভিন্ন কল্যাণমূলক প্রোগ্রামে কাজ করে থাকে। এরইমধ্যে চুয়াডাঙ্গায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। টিউবওয়েল বিতরণ প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতার জন্য স্থানীয় ভলেন্টিয়ারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, জীবননগর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশুদ্ধ পানির অভাবে ভোগান্তি পোহানো অসহায় মানুষের জীবনমান উন্নয়নে টিউবওয়েল কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা জানান, ধাপে ধাপে আরও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য এ কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাব্বির আহমেদ মুহিত। পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন তৈলটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসিফ আল ফারুকী।
উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, দারিদ্র্য বিমোচন, খাদ্য ও ত্রাণ সহায়তা, প্রতিবন্ধী পুর্নবাসন, বিনামূল্যে ছানি অপারেশন, কুরবানির মাংস বিতরণ, গৃহ নির্মাণ, মসজিদ–মাদ্রাসা নির্মাণসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।