মহান বিজয় দিবসে রাজধানীতে জমজমাট ছিল ফুলের বাজার। বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে অনেকেই কেনেন ফুল। ব্যস্ত সময় কাটান দোকানিরা।
সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক ফুলের চাহিদা বেড়ে যায় বিশেষ-বিশেষ দিনে। এটি বিবেচনায় রেখে, শুক্রবার মহান বিজয় দিবসে রাজধানীর বিভিন্ন স্থানে পসরা সাজিয়ে বসেন মৌসুমি ফুল বিক্রেতারা। মুক্তিযুদ্ধের শহীদ ও বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পছন্দের ফুল কেনেন অনেকে। কেউ কেউ আবার নিজেও সেজেছেন।
সময় যত গড়ায় ফুলের দোকান গুলোতে ততই বাড়ে ভিড়। ব্যস্ত সময় পার করেন বিক্রেতারা। তবে, অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদেরকে গুণতে হয় বাড়তি টাকা।
বিজয় মানেই আনন্দ, বিজয় মানেই উচ্ছ্বাস। নানা রঙের ফুল এই আনন্দে যোগ করে ভিন্নমাত্রা।