৮৭
রাজধানীর মহাখালীর একটি পেট্রোল পাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ইউরেকা নামে এই পেট্রোল পাম্পে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যাচ্ছে। এখনো তারা পৌঁছেনি। আগুন লাগার পর বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।