রাজধানী মহাখালী ফ্লাইওভারের ওপরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রোড ভিভাইডারে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মহাখালীর ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই প্রাইভেট কারে আগুন ধরে যায়।
নিহতরা হলেন– শওকত হোসেন কানন (৪০), তার চাচাতো ভাই রিন্টু (৪২)। আর আহত হয়েছেন হাসনাত (৪২)।
শনিবার (৯ আগস্ট) ভোর ৫টায় মুমূর্ষু অবস্থায় কানন‘কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর রিন্টু‘কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এদিকে, নিহত শওকত হোসেন কাননের স্ত্রী মৌসুমী করিম জানান, তাদের বাড়ি হাজারীবাগ। একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন কানন। নিহত রিন্টু ও কানন চাচাতো ভাই। রিন্টু ট্যানারি ব্যবসায়ী। স্ত্রী সন্তান নিয়ে তিনি ধানমন্ডিতে থাকতেন।
তিনি আরও জানান, প্রাইভেট কারের মালিক রিন্টু। তবে রাতে তারা ৩ জন কোথায় গিয়েছিলেন তা জানিনা।
বানানী থানা উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপরে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ৩ জনই গুরুতর আহত হন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই প্রাইভেট কারে আগুন ধরে যায়। এতে গাড়িটি পুড়ে গেছে। দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসএ