মহাকাশ নিয়ে আমাদের একটা সময় কত জল্পনা–কল্পনা ছিল। তথ্যপ্রযুক্তির যুগে এখন সবকিছুই কত সহজ হয়ে গেছে। পৃথিবীতে বসেই স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে দেখা যাচ্ছে কত বিচিত্র সব চিত্র। তার মধ্যে পৃথিবীতে এমন কিছু বিশাল এবং দৈত্যাকার স্থান রয়েছে যা মহাকাশ থেকে খুব ভালোভাবেই দেখা যায়।
মহাকাশ থেকে পৃথিবীর সবচেয়ে বড় নদী, পাহাড় কিংবা প্রাচীন পিরামিড দেখতে পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক যে মহাকাশ থেকে আমাদের এই বিশ্বের কোন কোন জায়গাগুলো দেখতে পাওয়া যায়–
গিজার পিরামিড, মিসর
সামনে থেকে দেখলেও পৃথিবীতে যত অবিশ্বাস্য স্থান দেখা যায় পিরামিড তার মধ্যে অন্যতম! মজার ব্যাপার হলো, পিরামিড মহাকাশ থেকেও দেখা যায়। প্রায় ৪৫০০ বছর আগে প্রাচীন মিশরীয়দের দ্বারা নির্মিত এই সৃষ্টি দেখা যায় মহাকাশ থেকে। ২০০১ সালে নাসার মহাকাশচারীরা প্রথমবার মহাকাশ থেকে পিরামিডের ছবি তুলেছিলেন।
টেমস নদী, ইংল্যান্ড
টেমস দক্ষিণ ইংল্যান্ডের প্রধান নদী। এটি আমাদের বিশ্বে যেমন বিখ্যাত, তেমনই নাকি এই নদী দেখতে পাওয়া যায় মহাবিশ্ব থেকে। অন্তত কিছু নভোচারী বিশ্বাস করেন যে তারা যখন মহাকাশ থেকে লন্ডনের দিকে তাকাচ্ছিলেন, তখন তারা টেমস নদী দেখতে পেয়েছেন।
আমাজন নদী, দক্ষিণ আমেরিকা
আমাজন পৃথিবীর বিখ্যাত নদীগুলির মধ্যে একটি। ৬৪ কিলোমিটার দীর্ঘ এই নদী প্রায় ৯টি দেশের মধ্য দিয়ে বয়ে গেছে। কথিত আছে যে, মহাকাশ থেকে যদি ক্যামেরা সম্পূর্ণ জুম করা হয়, তাহলে নাকি এই নদীটি স্পষ্ট দেখা যায়।
হিমালয়
প্রায় ২০০০০ ফুট উচ্চতার ১০০টিরও বেশি শিখর এবং ২৬০০০ ফুটের উপরে ১৪টি চূড়াসহ হিমালয় পর্বতমালা পৃথিবীর সৌন্দর্যকে মহিমান্বিত করে। শারীরিকভাবে সক্ষম পর্বতারোহী ছাড়া খুব বেশি মানুষের সৌভাগ্য হয় না শীর্ষ থেকে হিমালয় দর্শনের। মহাকাশ থেকেও এর রূপ অসাধারণ।
গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফও বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একটি। আর এটিও নাকি মহাকাশ থেকেও দেখা সম্ভব। বিশাল এই প্রাচীরটি ২৬০০ কিলোমিটার এলাকা জুড়ে ৯০০টি দ্বীপ এবং ২৫০০টি পাথর নিয়ে বিস্তৃত।
গ্র্যান্ড ক্যানিয়ন, আমেরিকা
গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকার অ্যারিজোনা প্রদেশে অবস্থিত। এই গিরিখাতটির দৈর্ঘ্য প্রায় ৪৫০ কিলোমিটার। কলোরাডো নদীর এই গিরিখাত অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক আশ্চর্য। মহাকাশ থেকে এই বিশাল গিরিখাত দেখতে লাগে শীর্ণ নদীর মতো।
গঙ্গা নদীর ব–দ্বীপ, ভারত
গঙ্গা পৃথিবীর বৃহত্তম নদী ব–দ্বীপ। একে সুন্দরবন বা বেঙ্গল ডেল্টাও বলা হয়। এটি বাংলাদেশ এবং ভারতে ৩৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি সরাসরি দেখা কঠিন, তবে মহাকাশ থেকে এর ছবি স্পষ্টভাবে দেখা যায়।
আল / দীপ্ত সংবাদ