টানা তীব্র তাপপ্রবাহের পর সিলেট ও ময়মনসিংহের কয়েক উপজেলায় স্বস্তির বৃষ্টি নেমেছে। সঙ্গে ঝড়ো বাতাসও হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ৮টায় ময়মনসিংহ নগরী ও জেলার তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ উপজেলায় বৃষ্টি নামে।
এর মধ্যে গৌরীপুর ও তারাকান্দা উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এদিকে জেলার নান্দাইল, ত্রিশাল, ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুরে বৃষ্টি হয়নি। তবে আকাশ মেঘাচ্ছন্ন।
এছাড়া রাত ৯টার দিকে সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টির সাথে জেলার কয়েকটি উপজেলায় শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
তারাকান্দা উপজেলার সোহেল মিয়া বলেন, তারাকান্দা বাজারে ৫ মিনিটের মতো বৃষ্টি হয়েছে। তবে গ্রামে কিছু শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পেয়েছি। ঈশ্বরগঞ্জ উপজেলার মহিউদ্দিন রানা বলেন, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। তবে, অনেক কম। ভালো করে বৃষ্টি হলে মানুষের মাঝে স্বস্তি ফিরবে।
এফএম/দীপ্ত সংবাদ