ময়মনসিংহ জেলার গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় শতাধিক দোকানপাট পুড়ে গেছে। বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে সিএনজিযোগে ঘটনাস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
খবর পেয়ে দুই দফায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণকাজে যোগ দেয়। তাদের প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। এরপর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৮০ থেকে ৯০টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।
অন্যদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুনের ভয়াবহতা দেখতে ঘটনাস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সিএনজির চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার রাত সোয়া ১১টার দিকে ময়মনসিংহ–নেত্রকোনা সড়কের গৌরীপুর উপজেলার সিধলা চরপাড়া মাদরাসা এলাকায় এই ঘটনা ঘটে।
আফ/দীপ্ত সংবাদ