”সবুজে হবে সয়লাব, আমাদের প্রিয় বাংলাদেশ” শ্লোগানে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন ‘দে–ছুট’
শুক্রবার (৯ আগস্ট) উপজেলার মুহাম্মদপুর গ্রামে জামিয়া মুহাম্মাদিয়া সাত্তারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করেন সংগঠনটির চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম।
সংগঠনটি জানায়, প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি করে থাকে ‘দে–ছুট’। এরই ধারাবাহিকতায় এ বছরও ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মুহাম্মদপুর গ্রামে অবস্থিত জামিয়া মুহাম্মাদিয়া সাত্তারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আম গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন মুহতামিম মাওলানা মুফতি আজিজুর রহমান, ‘দে–ছুট’–এর সহকারি অর্গানাইজার মাহমুদুল হাসান আরাফাত, দেলোয়ার হোসেন বিদ্যুৎসহ মাদ্রাসার অন্য শিক্ষকগণ।
‘দে–ছুট’ এর চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম বলেন, অনেকে অনেকে বিভিন্ন স্থানে ঢাকঢোল পিটিয়ে গাছ লাগায়। কিন্তু সেসব গাছগুলো যত্ম নেয় না। এজন্য এমন স্থানে গাছ লাগানো উচিত, যেখানে সঠিক পরিচর্যায় গাছগুলো টিকে যাবে। সে লক্ষেই প্রথম পর্যায় উপজেলার জামিয়া মুহাম্মাদিয়া সাত্তারিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আজিজুর রহমানের পরামর্শে উন্নত জাতের ১২০টি বিভিন্ন ফলজসহ মেহগনি গাছ রোপণ করা হয়েছে।
এদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে যারা সরাসরি ও আর্থিকভাবে সহায়তা প্রদান করেছেন; তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে ভ্রমণ সংগঠন গুলোকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।