সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিক্রি শেষ করেছে আওয়ামী লীগ। তিনদিনে ১ হাজার ৫৪৯টি মনোনয়নপত্র বিক্রি করে দলটি। যা থেকে মোট আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রথম দিন ৮১০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এতে আয় হয়েছিল ৪ কোটি ৫ লাখ টাকা। দ্বিতীয় দিন ৫২২টি মনোনয়নপত্র বিক্রি করে ২ কোটি ৬১ লাখ টাকা আয় করা হয়।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। এতে সংরক্ষিত নারী আসনগুলোতে ৪৮ জন প্রার্থী দেবে দলটি। আওয়ামী লীগের নিজস্ব সংসদ সদস্য ২২৩ জন ও জোটে দুজন। সব মিলিয়ে এখন সংরক্ষিত ৫০টির মধ্যে ৪৮টি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হবে।
নির্বাচন বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা রয়েছে।