বাগেরহাটের চার আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত চার প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমাদানকারীরা হলেন, বাগেরহাট–১ আসনে শেখ হেলাল উদ্দিন (এমপি), বাগেরহাট–২ আসনে শেখ তন্ময় এমপি, বাগেরহাট–৩ আসনে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি এবং বাগেরহাট–৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
বুধবার (২৯ নভেম্বর) বিকেল চারটায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেনের কাছে এসব প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।
এসময়, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট–৪ আসনের এমপি এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট–২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাড ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের কোষাদক্ষ তালুকদার আব্দুল বাকীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমাদান শেষে শেখ হেলাল উদ্দিন বলেন, আগামী নির্বাচনে ভোটাররা স্বতস্ফুর্তভাবে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিবেন। বাগেরহাটের চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।
এছাড়াও এদিন বাগেরহাট–৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ লোকমান সাইফি ও বাগেরহাট–৩ আসনে মানুয়েল সরকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
অন্যদিকে বাগেরহাটের –৪টি আসনে স্বতন্ত্র ও বিভিন্ন দলের ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন।
মামুন আহমেদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ