ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই কার্যক্রম শুরু হয়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।
এর আগে আপিল করার শেষ দিন গত শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আবেদন জমা পড়ে।
শুনানির সূচি অনুযায়ী, শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিল, রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিলের তারিখ পরে নির্বাচন কমিশন ঘোষণা করবে।
শুনানির পাশাপাশি নির্বাচন কমিশনে পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত একটি মক ট্রায়ালও অনুষ্ঠিত হচ্ছে। পোস্টাল ব্যালট হলো এমন একটি ভোটদান পদ্ধতি, যেখানে ভোটার কেন্দ্রের উপস্থিতি ছাড়াই ডাকযোগের মাধ্যমে ভোট দিতে পারেন। সাধারণত যারা বিশেষ কারণে ভোটকেন্দ্রে যেতে পারেন না অথবা দেশের বাইরে অবস্থান করেন, তাদের জন্য এই ব্যবস্থা করা হয়।
তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।