অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১২ জুন) দিবাগত রাত (১৩ জুন) ১টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপার্সনের ছোট ভাই শামীম ইস্কান্দার তাকে প্রাইভেটকারে করে হাসপাতালে নিয়ে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সপ্তম তলার একটি কেবিনে তাকে নেওয়া হয়েছে। এর আগে সোমবার দিনগত রাতে মেডিক্যাল বোর্ডের সদস্য ড. এফ এম সিদ্দিকী ও ড. এ জেড এম জাহিদ হোসেন গুলশানের বাসভবনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। বোর্ড তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।‘
গভীর রাতে হাসপাতালে নেওয়ার পেছনে বড় ধরনের কোনো জটিলতা রয়েছে কি–না, জানতে চাইলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়টি তার চিকিৎসকেরা অতি গুরুত্বের সঙ্গে দেখেন। তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিলতায় ভুগছেন। নতুন করে জটিলতা এড়াতে তাঁকে গভীর রাতে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত হয়েছে।”
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন সিনিয়র নেতা তার বাসায় যান। পরে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে নেওয়া হয়।
এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। তবে তিনি কি ধরনের অসুস্থ, সে বিষয়ে বিএনপি নেতারা কিছু জানাতে পারেননি।
আজ মঙ্গলবার সকালে বিস্তারিত জানানো হবে বলে জানান তারা।
গত ২৯শে এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। পাঁচ দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন।
আফ/দীপ্ত নিউজ