সেন্টমার্টিন দ্বীপে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট পুড়ে ছাই হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে টেকনাফ উপজেলার পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
আগুনে তিন রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে জানিয়ে দ্বীপের বাসিন্দা আবদুল মালেক জানান, হঠাৎ রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়–পর্যটকরা আগুন নেভানোর কাজ করে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।
সাইরী ইকো রিসোর্টের রিসিপশনে মাল্টিপ্লাগে সর্টসার্কিট হয়ে আগুনের উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে।
আল