সংবিধানের আলোকে গণতন্ত্র, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে বাংলাদেশ, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে, অন্যান্য বিশ্বনেতার পাশাপাশি ভাষণ দেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে ১৭ বার, বিশ্বমঞ্চে বাংলায় বক্তৃতা করলেন, বঙ্গবন্ধু কন্যা।
বাংলাদেশের অগ্রযাত্রা, বহুপক্ষীয় কূটনীতি, টালমাটাল বিশ্ব, শান্তিরক্ষায় জাতিসংঘ ও বাংলাদেশর ভূমিকা, জলবায়ু সংকট, ডেল্টা প্ল্যান, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন সরকারপ্রধান।
২০০৯ সাল থেকে সরকারের নানা পদক্ষেপের কারণে দারিদ্র হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা ও সর্বজনীন পেনশন স্কিম চালুর বিষয় তুলে ধরার পাশাপাশি, দেশে মানবাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করার কথাও পুনর্ব্যক্ত করেন, শেখ হাসিনা।
যুদ্ধ এড়িয়ে শান্তিপূর্ণ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করার তাগিদ দেন, তিনি। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার স্বার্থে মিয়ানমারের বাস্তুচ্যূত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে জোর উদ্যোগ নেয়ার আহ্বান জানান, প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হবারও আহ্বান জানান।
এসএ/দীপ্ত নিউজ