চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর গ্রামে ভিমরুলের কামড়ে সালামত মিয়াজি (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের স্ত্রী, মেয়ে ও জামাতা আহত হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে ৪টার দিকে উপজেলার ঘাসিরচরের ঘোষ বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সালামত মিয়াজি উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি আলোর সন্ধান বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের স্ত্রী সেলিনা আক্তার ও মেয়ে ও জামাতা মারাত্মক অসুস্থ হয়ে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকালে সালামত তার স্ত্রীসহ মেয়ের বাড়ি ঘাসিরচরে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে ঘোষ বাড়িসংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল বেপরোয়াভাবে কামড়ায়। একপর্যায়ে স্ত্রীর অবস্থা বেগতিক দেখে সালামত নিজেকে রক্ষা করে মেয়ের বাড়ি থেকে কাঁথা এনে স্ত্রীকে জড়িয়ে ধরেন। এ সময় আবারও ভিমরুলের উপর্যুপরি আক্রমণে তারা দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাদেরও ভিমরুল কামড়ে আহত করে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকার বারডেম হাসপাতালে হস্তান্তর করলে চিকিৎসক সালামত মিয়াজি মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মানিক জানান, ঘটনাটি হৃদয়বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘ভিমরুলের কামড়ে গুরুতর আহত চারজন হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনেছি। এর মধ্যে সালামত মিয়াজির মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’
ইব্রাহিম/ইএ/দীপ্ত নিউজ