জাতীয় পার্টি‘র একাংশ চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু‘র মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মুজিবুল হক চুন্নু। রূপালী ব্যাংকে ঋণ–খেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
একই আসনে বিএনপি প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
উল্লেখ্য, মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে কিশোরগঞ্জ জেলার ১, ২ ও ৩ আসনে মোট ৩২ জন প্রার্থীর মধ্যে ১৫ জনের মনোনয়ন বৈধ, ১৬ জনের বাতিল এবং ১টি স্থগিত ঘোষণা করা হয়।
এসএ