বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন। বিএনপির নেতারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে এদিন রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি।
লন্ডনে পৌঁছানোর পর তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে চিকিৎসা নেবেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন রবিবার (৫ জানুয়ারি) গণমাধ্যমকে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রবিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন। এ সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি, আমাদের নেত্রী সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন এবং গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন।‘
বিদেশযাত্রার আগে খালেদা জিয়া বিএনপি নেতা–কর্মীদের ও সমর্থকদের গণতন্ত্রের পক্ষে এবং দেশের মানুষের স্বার্থে কাজ করতে নির্দেশনা দিয়েছেন।