ইতিমধ্যেই শেষ হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন এবং পরে চারজন।
বুধবার (১৯ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ২১ বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ১৮ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে মক্কায় ১৬ জন, মদিনায় চারজন এবং মিনায় একজন মারা গেছেন।
হজযাত্রীদের নিয়ে ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরবে গেছে ২১৮টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৬টি, সৌদি এয়ারলাইনসের ৭৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৩৭টি ফ্লাইট।
হজ শেষে বৃহস্পতিবার (২০ জুন) থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
প্রসঙ্গত, সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার–পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজ যাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।
এসএ/দীপ্ত সংবাদ