আসছে ২৭ সেপ্টেম্বর ২০২৩ “ওয়ার্ল্ড ট্যুরিজম ডে” । দিনটিকে কেন্দ্র করে এ বছর দীপ্ত ডিজিটাল ২য় বারের মতো আয়োজন করেছে “ট্রাভেল স্টােরি” ক্যাম্পেইন “Autumn Travel Story: Season 2”। ভ্রমণ বিষয়ক আপনার তোলা ছবি পাঠিয়ে আপনিও যুক্ত হতে পারেন এ ক্যাম্পেইনে। বিজয়ীরা পাবেন-
- অপো এ৫৮ (FHD+ Sunlight Display & 50MP AI Camera)
- ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকিট ২টি
- ঢাকা-চট্টগ্রাম-ঢাকা কাপল এয়ার টিকিট
- ঢাকা-সিলেট-ঢাকা কাপল এয়ার টিকিট
- সাজেকের মেঘ কাব্য হিলটপ কটেজে কাপল রুম ২টি এবং
- দীপ্তপ্লের গিফট বক্স
ছবি পাঠাতে হবে ট্রাভেল স্টোরির পোর্টালে (https://campaign.deeptoplay.com/travel-story-season-2/)। পোর্টালে ছবি প্রকাশের পর ছবির নিচে থাকা ফেসবুক আইকনে ক্লিক করে ছবিটি ফেসবুকে শেয়ার করতে হবে। শেয়ার করার সময় #TravelstoryS2 #worldtourismday2k23 #DeeptoPlayCampaign হ্যাসট্যাগ ব্যবহার করতে হবে।
ছবি-ভিডিওর মান, গল্প লেখা, ঘটনা সমস্ত কিছু বিবেচনায় সোশাল মিডিয়াতে শেয়ার এবং সম্মানিত বিচারকদের রায়ে বিজয়ী ঘোষণা করা হবে। এ আয়োজনে সহযোগিতা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস, এয়ার এ্যাস্ট্রা, অপো বাংলাদেশ, মেঘ কাব্য হিলটপ কটেজ ও নুসরাটেক।
ট্রাভেল স্টোরি
প্রতিটি ভ্রমণের আগে-পরে ভ্রমণের ছবি, ভিডিও নিয়ে থাকে নানা গল্প-পরিকল্পনা। একটি ছবি তুলতে গিয়ে আমরা সম্মুখীন হই নানা ঘটনার। একটি ভিডিও ধারণ কিংবা ছবি তোলাকে কেন্দ্র করে ঘটে কত কিছু। কিংবা ঘুরতে গিয়ে আমরা পরিবেশের জন্য, স্থানীয় মানুষদের জন্য, প্রকৃতির জন্য কিংবা নিজেদের জন্য নানা কিছু ভাবি। কেউ কেউ ছবি/ভিডিওর মাধ্যমে সেগুলোকে বন্দি করেন মোবাইলে কিংবা ক্যামেরায়। সব সময় ছবি, ভিডিওর মাধ্যমে মনের ভাব ভালো ভাবে প্রকাশ করা সম্ভব হয়ে উঠে না। প্রয়োজন হয় দু লাইন লেখার। সমস্ত কিছু নিয়েই আমাদের আয়োজন ““Autumn Travel Story: Season 2””।
পুরষ্কার
- অপো এ৫৮ (FHD+ Sunlight Display & 50MP AI Camera)
- ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকিট ২টি
- ঢাকা-চট্টগ্রাম-ঢাকা কাপল এয়ার টিকিট
- ঢাকা-সিলেট-ঢাকা কাপল এয়ার টিকিট
- সাজেকের মেঘ কাব্য হিলটপ কটেজে কাপল রুম ২টি এবং
- দীপ্তপ্লের গিফট বক্স
সময়সীমা
ছবি/ভিডিও সাবমিশন: ৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত
ভোট (শেয়ার) সংগ্রহ: ১০ অক্টোবর ২০২৩ পর্যন্ত
বিজয়ী ঘোষণা: ১১ অক্টোবর ২০২৩