বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

ভ্যান চুরি যাওয়া বৃদ্ধকে নতুন ভ্যান উপহার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

৭০ বছর বয়সী বৃদ্ধ কিতাব আলী। এই বয়সে ভ্যান চালিয়ে গ্রামে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন। এখানে থেকে যা আয় সেটা দিয়েই চলে সংসার।

গত ২৫দিন আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে ভ্যান রেখে মসজিদে নামাজ পড়তে গেলে তাঁর ভ্যানটি চুরি হয়। এরপর স্থানীয় বাসিন্দা এমদাদ হোসেনের মাধ্যমে বিষয়টি কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপকে জানালে নতুন ভ্যান পেয়ে যান বৃদ্ধ কিতাব আলী।

বুধবার (৮ মার্চ) সকালে কোলাবাজারে কিতাব আলীকে নতুন ভ্যান উপহার দেয় কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের এডমিন শাহরিয়ার আলম সোহাগ, সাংবাদিক আরিফ মোল্ল্যা, মিশন হোসেন, এমদাদ হোসেন,গ্রুপের মডারেটর মাজেদুল হকসহ অন্যান্যরা।

নতুন ভ্যান পেয়ে আনন্দিত বৃদ্ধ কিতাব আলী জানান, ভ্যানটি হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। তিনি নতুন ভ্যান পেয়ে খুশি।

কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের এডমিন শাহরিয়ার আলম সোহাগ বলেন, ‘কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ সামাজিক ও মানবিক কাজ করে। তারই ধারাবাহিকতায় বৃদ্ধ কিতাব আলীকে নতুন ভ্যান প্রদান করা হয়েছে।

কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ অসহায় মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে প্রশংসা কুড়িয়েছে। বৃদ্ধ কিতাব আলীর পাশে দাঁড়িয়েও গ্রুপটি সেই ধারা অব্যাহত রেখেছে।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More