মাগুরায় যাত্রীবাহী বাসের চাপায় আরজ আলী শেখের (৪২) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (১৩ নভেম্বর) সদর উপজেলার ধলহরা বাজার এলাকায় দুপুর সাড়ে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরজ আলী রাঘবদাইড় ইউনিয়নের দোড়ামতনা গ্রামের মৃত ফয়েন উদ্দিন শেখ (ফোনো শেখ)এর ছেলে।
এ ঘটনায় আহত ব্যাক্তিরা হলেন, রনজীৎ মল্লিক (৪৫), শুমনা (২০), লুকমান (৫৫), লাবন্য বিশ্বাস (২৩) ও আজিমউদ্দীন (৬০) ।
পুলিশ জানায়, মাগুরা থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস ধলহরা বাজার এলাকায় পৌঁছলে বাসের সামনের চাঁকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা দুইটি ভ্যান ও একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে ভ্যান চালক আরজ আলীর মত্যু হয়। আহত হয় আরও ৫ জন। আহতদর মাগুরা ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতের ভাই ফারুক শেখ বলেন, ব্রাক অফিস থেকে ৩০ হাজার টাকা লোন ও গরু বিক্রির ৩২ হাজার টাকা নিয়ে একটি ভ্যান কেনার উদ্দেশ্যে মহম্মদপুরের বিনোদপুর গিয়েছিলেন তার ভাই। সেখান থেকে ৫৮ হাজার টাকা দিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান কিনে বাড়ির ফেরার পথে গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে।
মাগুরা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, বাসটির চালক পালতক রয়েছে। তবে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এসএ/দীপ্ত নিউজ