ভোলা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া–পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করারা ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ভোলা, নতুন বাজার এলাকায় বিজেপি জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকে ভোলা জেলা বিএনপি ও জাতীয় পার্টি (বিজেপি)-র কার্যালয় সামনে পাল্টাপাল্টি কর্মসূচি চলছিল। দুপুর ১২টার দিকে বিজেপি নেতাকর্মীরা নতুন বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে সদর রোড হয়ে চকবাজার ঘুরে আবার কার্যালয় সামনে এসে সমাবেশ করেন।
অন্যদিকে মহাজনপট্টিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একদল নেতাকর্মী মিছিল নিয়ে বের হন। পরে নতুন বাজার পৌর ভবনের সামনে আসলে উভয় পক্ষের মধ্যে ইট–পাটকেল নিক্ষেপ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। ভাংচুর করা হয়েছে গাড়ি, অফিস বেশ কিছু পোস্টার ব্যানার। এতে অন্তত ৫০ জন আহত হন।
ভোলা জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, এখন পর্যন্ত তাদের হাসপাতালে উভয় পক্ষের ৪৫ জন চিকিৎসা নিয়েছেন। ৮ জনকে বরিশাল রেফার্ড করা হয়েছে। এছাড়াও কয়েকজন ভর্তি রয়েছেন।
এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
ওসি আরও বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
এসএ