লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ এবং পাউলো দিবালার একাদশে জায়গা হয়নি। এতে করে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কিছুটা শক্তি খর্ব হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের।
শনিবার (২২ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে উরুগুয়ে ম্যাচ সামনে রেখে এখনো নাকি একাদশ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি স্কালোনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘যখনই ফিফার সূচিতে খেলা হয়, আমাদের সতর্ক থাকতে হয়। আমরা জানতাম কিছু খেলোয়াড় চোটে পড়বে ও আরও কয়েকজনকে হারানো শঙ্কা থাকবে। আমাদের অবশ্যই ভাবতে হবে আমাদের সঙ্গে যা আছে, তা নিয়ে এবং যে খেলোয়াড়রা আমাদের সঙ্গে আছে, তাদের সুযোগ–সুবিধা নিয়েও ভাবতে হবে। ১৫ দিন আগে আমরা যে পরিকল্পনা করেছি, সেটা এখন অপ্রয়োজনীয় এবং আমাদের আবারও ম্যাচের পরিকল্পনা করতে হবে।’
একাদশ নিয়ে জানতে চাইলে স্কালোনি বলেছেন, ‘আগামীকালের একাদশ ৯০ শতাংশ ঠিক হয়েছে। অনুশীলনের পর বিকেলের মধ্যে এটা তৈরি করব। কিন্তু এরই মধ্যে আমার কাছে একটা ধারণা আছে। আমরা যে উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি, সেটা আমাদের মাথায় আছে।’
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলেস্টার, লিয়ান্দ্রো পারাদেস কিংবা গিলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ এবং নিকোলাস গনসালেস।