ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুইদিনে ৩৬টি ট্রাকে আমদানি হয়েছে মোট ১ হাজার ৪৪৭ টন চাল। বুধবার (২১ জানুয়ারি) ও বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এসব চাল ভোমরা স্থলবন্দ প্রবেশ করে।
আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— মেসার্স ইসমাইল হোসেন সরদার অ্যালুমিনিয়াম স্টোর, হানেফ এন্টারপ্রাইজ, ইসলামপুর রাইচ মিল, রেজাউল অ্যান্ড সন্স এবং জাহাঙ্গীর হোসেন।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. আবু মুসা জানান, দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের নির্দেশে গত ১৮ জানুয়ারি দেশের ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টন চাল আমদানির অনুমতি দেয়া হয়।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন পাওয়ার পর আমদানিকারকরা এলসি খুলে আমদানির প্রস্তুতি নেন। এলসির কপি হাতে পাওয়ার পর বুধবার দুপুর থেকে ভোমরা বন্দরে চাল আমদানি শুরু হয়। প্রথম দিন ৫টি ট্রাকে ৩৬৭ মেট্রিক টন চাল আসে। পরের দিন আরও ৩১টি ট্রাকে চাল আমদানি করা হয়।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৫ সালের ৩০ নভেম্বর ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।
এসএ