ভোট একটি আমানত এবং এই আমানত উপযুক্ত ও সৎ ব্যক্তির হাতেই দিতে হবে। খেয়ানতকারীর হাতে ভোটের আমানত তুলে দিলে সেই খেয়ানতের দায় ভোটারদের ওপরও বর্তায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৯ জানুয়ারি) খুলনা–৫ আসনে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী ‘ওয়ার্ড প্রতিনিধি, সহযোগী সদস্য ও সংখ্যালঘু সদস্য’ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তাদের চরিত্র, সততা ও আদর্শের পরীক্ষা হয়ে গেছে এবং তারা সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তাই ফেল করা শক্তিকে আর দেশ পরিচালনার দায়িত্ব দেয়া যাবে না।
গোলাম পরওয়ার বলেন, আমার দেওয়া ভোটের কারণে যদি কেউ ক্ষমতা পেয়ে চুরি, দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে জড়ায়, তাহলে সেই গুনাহের অংশীদার আমিও। বিপরীতে, আল্লাহভীরু, দ্বীনদার ও সৎ মানুষকে ভোট দিয়ে দায়িত্বে বসালে তিনি মানুষের কল্যাণে কাজ করবেন, আর সেই নেকির ভাগ ভোটাররাও পাবেন।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি কিংবা নাগরিক অধিকার ক্ষুণ্ন হবে, এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হলে তা হিন্দু–মুসলমান নির্বিশেষে সবার ঘরে কল্যাণ বয়ে আনবে।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ হচ্ছে দেশের আইনসভা। ৩০০ জন সংসদ সদস্য যে আইন তৈরি করবেন, সেই আইন দিয়েই দেশ চলবে এবং তারাই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব নির্ধারণ করবেন। যদি ৩০০ আসনের মধ্যে ১৫০টির বেশি আসনে সৎ, নামাজি ও আল্লাহভীরু মানুষ পাঠানো যায়, তাহলে রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।
এসএ