চলচ্চিত্র থেকে এখন রাজনীতির মাঠে, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–১ আসনে ১১ প্রার্থীর মধ্যে একজন মাহি। এই স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ট্রাক। দিন–রাত ছুটে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা তানোর ও গোদাগাড়ীর গ্রামে গ্রামে। পর্দার তারকাকে স্বচক্ষে দেখতে ভীড় করছেন সাধারণ মানুষ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে তানোরের মন্ডুমালা পৌরসভার উত্তরপাড়া নিজ বাড়ি থেকে, ছাদ খোলা গাড়িতে বের হন নির্বাচনী প্রচারণায়। সাথে ছিলেন স্বামী রকিব সরকার।
রুপালী পর্দার নায়িকাকে এক নজর দেখতে ভিড় করে সব বয়সীরা। কেউ কেউ তোলে সেলফি।গ্রামের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মাহি। চান ভোট। জুম্মার নামাজের পর কর্মীদের নিয়ে দুপুরের খাবারও খান তিনি। এরপর আবার বেরিয়ে পড়েন প্রচারণায়।
গোদাগাড়ীর পাহাড়পুর, রাহিপাড়া, সাফিনা পার্কের বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে, সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি।
স্ত্রীকে রাজনীতিতে আসার অনুপ্রেরণা জুগিয়েছেন স্বামী রকিব সরকার। প্রতিদিন নিজেই গাড়ী চালিয়ে মাহিয়াকে নিয়ে বের হন নির্বাচনী প্রচারণায়।
রাজশাহী–১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৯ জন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মাহিয়া মাহি।
এসএ/দীপ্ত নিউজ