নির্বাচন কমিশন গিয়ে ভোটার হওয়ার কাজ শেষ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তিনি আগারগাঁও অবস্থিত নির্বাচন ভবনে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে ছিলেন মা ডা. জুবাইদা রহমান।
নির্বাচন ভবনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্রে জন্য ছবি তোলা, আঙুলের ছাপ, স্বাক্ষর দেওয়া ও আইরিশের প্রতিচ্ছবি (চোখের মনির স্ক্যনিং) এর মাধ্যমে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
নিবন্ধন কাজ শেষ করে জাইমা রহমান ১২টা ৪৫ মিনিটে নির্বাচন ভবন ত্যাগ করেন।
এর আগে, গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন জুবাইদা রহমান। তখন তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়।
এসএ