৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
তবে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই কম দেখা গিয়েছে।
চাটখিল উপজেলা আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেড এম আজাদ খান এবং সোনাইমুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান চশমা প্রতীকের প্রার্থী আবু বক্কর সিদ্দিক রুবেল ভোটকেন্দ্রের অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন, সোনাইমুড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান চশমা প্রতীকের পদপ্রার্থী ।
এছাড়াও সোনাইমুড়ী উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের পদীপাড়া নজরুল একাডেমিতে জাল ভোট দেয়ার দায়ে সজিবুর রহমান ও রিমন হোসেন নামের দুইজনকে ছয় মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এক মাসে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এই দণ্ডে দণ্ডিত করেন।
এছাড়া নোয়াখালীর সেনবাগ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
আল / দীপ্ত সংবাদ