মামলা জটিলতায় দীর্ঘ এক যুগেও হয়নি পটুয়াখালীর কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কের ১১ কিলোমিটারের সংস্কার কাজ।
বর্তমানে হাজারও খানা খন্দে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবে মামলা জটিলতার অবসান হওয়ায় দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।
সারাদেশ থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যাতায়াতের একমাত্র মাধ্যম এই মহাসড়ক। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে চলাচল করে কুয়াকাটায় আগত হাজারো পর্যটকসহ স্থানীয়রা। প্রায় ১২ বছর আগে এ সড়কের পাখিমারা বাজার থেকে আলীপুর পর্যন্ত ১১ কিলোমিটারের সংস্কার কাজ পায় একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজ শুরুর পর বিল নিয়ে সওজের সঙ্গে জটিলতার সৃষ্টি হয়। যা শেষ পর্যন্ত মামলায় গড়ায়। দীর্ঘদিন মামলা চলমান থাকায় বন্ধ থাকে সংস্কার কাজ।
পর্যটক ও স্থানীয়রা জানান, কুয়াকাটা আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে যাতায়াত ব্যবস্থা ভালো না। রাস্তা ভাঙ্গার ফলে পাচঁ মিনিটেরে রাস্তায় সময় লাগছে ২০ মিনিট। গাড়ি চালিয়ে একদিনে পাচঁ’শ টাকা আয় করলে গাড়ির পেছনে খরচ করতে হয় তিন’শ।
পটুয়াখালী সওজ ও নির্বাহী প্রকৌশলী এ,এম আতিক উল্লাহ বলেন, সম্প্রতি মামলা জটিলতা হাইকোর্ট থেকে খারিজ করে দেয়া হয়েছে। সড়ক সংস্কারের জন্য মন্ত্রনালয়ে পাঠানো একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
পর্যটক ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সংস্কার হবে সড়কটি এমন প্রত্যাশা সকলের।
মো.ইমরান/শায়লা/দীপ্ত নিউজ