২২
দীর্ঘ দেড় মাসের বেশি সময় ডুবে থাকা, রাঙামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু ভেসে উঠেছে। প্রত্যাহার করা হয়েছে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা।
সেতু ভেসে ওঠায় আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার প্রত্যাশা সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরদের।
পর্যটকদের চলাচল নিরাপদ করতে সেতুর পাটাতনে জমে থাকা শ্যাওলা পরিস্কার করা হচ্ছে। রং তুলির আচড়ে নতুন রূপ পেয়েছে সেতু ও এর আশপাশের এলাকা।
বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায়, ডুবে যায় সেতুটি।
পর্যটন করপোরেশনের রাঙামাটি শাখার ব্যবস্থাপক আলক বিকাশ চাকমা জানান, সেতুটি ডুবে থাকায় পর্যটন করপোরেশনের ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ