সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুই হাজার ৫০ লিটার ভেজাল মধু, মধু তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের আশরাফ হোসেনের ভাড়া বাসা থেকে এসব আটক করা হয়।
আটককৃতের নাম মরিয়াম বেগম। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ দক্ষিণ কদমতলা গ্রামের কামাল হোসেনের ছেলে।
শুক্রবার (১৪ জুলাই) সকাল ১১ টায় কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান এক প্রেস বিবৃতিতে জানান, কেমিকেল দিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণনগর গ্রামের আশরাফ হোসেনের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্যামনগরের মুন্সিগঞ্জের দক্ষিণ কদমতলা গ্রামের কামাল হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী মরিয়ম বেগমকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় দুই হাজার ৫০ লিটার ভেজাল মধু ও মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম। জব্দকৃত ভেজাল মধুর দাম প্রায় ১০ লাখ টাকা।
এ ঘটনায় উপপরিদর্শক মিলন বিশ্বাস বাদি হয়ে আটককৃত মরিয়ম ও পলাতক আবুল কালামের নাম উল্লেখ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। মরিয়ম বেগমকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রঘুনাথ খাঁ/ শায়লা/ দীপ্ত নিউজ