শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

ভূমিকম্প: নিভে গেল ৭ প্রাণ, আহত দুই শতাধিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দুশতাধিক মানুষ আহত এবং বেশ কয়েকটি ভবন ও স্থাপনায় ফাটল দেখা গেছে।

৭ জনের মধ্যেঢাকায় ৩ জন, গাজীপুরে ১ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জন নিহত হন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলার মাধবদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ঢাকা— রাজধানী পুরান ঢাকা বংশাল এলাকার কসাইটুলীতে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজি আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)

নারায়ণগঞ্জ— নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

গাজীপুর— গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে ভূমিকম্পের গাছ থেকে পড়ে সুজিৎ দাস (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গাছ থেকে পড়ার পর তাকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী— নরসিংদী সদর উপজেলার গাবতলি এলাকায় ভূমিকম্পের প্রভাবে বাড়ির সানশেড ভেঙে ওমর (১২) নামে এক শিশু ও কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More