ছুটির দিনের সকালে রাজধানীবাসীর ঘুম ভাঙল ভূমিকম্পের কাঁপুনিতে, যা অনুভূত হয়েছে আশপাশের অন্যান্য জেলাতেও।
যুক্তরাষ্ট্রের ভূ–তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (৫ মে) ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
ভূ–পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভেও (ইউএসজিএস) একই তথ্য জানিয়েছে।
এছাড়া মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড আর্থকোয়্যাক সিস্টেমের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।
কম্পন অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের অনেককে ভবন ছেড়ে সড়কে নেমে আসতে দেখা যায়।
অবশ্য এ ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে ঢাকার এত কাছে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার ইতিহাস খুবই কম। রাজধানীর কাছে এত সক্রিয় ভূ–চ্যুতি থাকার বিষয়টিতেও উদ্বেগ জানিয়েছেন ভূতত্ত্ববিদরা।
এফএম/দীপ্ত সংবাদ