সিরিয়ায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংস্তূপ থেকে দুই বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। এখন অনেকটাই শঙ্কামুক্ত।
সময় যত গড়াচ্ছে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। যদিও আশা ছাড়ছেন না নিখোঁজ ব্যক্তিদের স্বজন ও উদ্ধারকারীরা। হঠাৎ কিছু ঘটনা তাঁদের এ আশা যেন অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। তেমনই একটি ঘটনা ঘটেছে গতকাল শনিবার। ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচে আটকে ছিল দুই বছর বয়সী এক শিশু। অবশেষে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শনিবার সিরিয়ার জেন্দেরেস শহরে এই শিশুটিকে উদ্ধার করেন হোয়াইট হেলমেটের সদস্যরা। ভূমিকম্পের ৬ দিন পর, ধ্বংস্তূপের নিচে মানুষের আওয়াজ শুনতে পান উদ্ধারকারীরা। মুহূর্তের মধ্যেই কাজে নেমে পড়েন তারা। শিশুটির শ্বাস-প্রশ্বাস ঠিক রাখতে দেওয়া হয় অক্সিজেন। পাশাপাশি সরবরাহ করা হয় শুকনো খাবার। কয়েক ঘণ্টার চেষ্টায়, সফল হন উদ্ধারকারীরা। তখন অনেকে আবেগে কেঁদে ওঠেন।
তার সুস্থতার জন্য প্রার্থনা করেন উদ্ধারকারী দলের সদস্যরা। কিছুক্ষণ পরই শিশুটিকে নেওয়া হয় হাসপাতালে। তার শরীরের কয়েক জায়গায় ক্ষত রয়েছে। তবে, তা গুরুতর নয় বলে জানিয়েছে চিকিৎসকরা।
এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে এককভাবে তুরস্কে মারা গেছে ২৪ হাজার। আর সিরিয়ায় নিহত হয়েছে পাঁচ হাজার ১৮৯ জন।
আল/দীপ্ত