ফেনীতে ভুল ঔষধ প্রয়োগে রোগীর কিডনি নষ্ট করার অভিযোগ উঠেছে ফেনী প্রাইভেট হাসপাতালের মালিক অধ্যাপক ডা. আবদুল কাইয়ুমের বিরুদ্ধে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে আগামী সাত কার্য দিবসে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ওই চিঠিতে।
৮ জুলাই সিভিল সার্জনের স্বাক্ষর করা চিঠিতে জানা যায়, ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়দেব সাহাকে সভাপতি, ডা. সাইফুল আলম ও ডা. রাশেদুল আলমকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছে।
চিঠিতে আরাও জানা যায়, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দেবীপুরে অবস্থিত ফেনী প্রাইভেট হাসাপাতালে চিকিৎসা করাতে আসেন চট্টগ্রাম জেলার মিরসরাই থানার বাসিন্দা ইকবাল হোসেন। সেখানকার ডা. আবদুল কাইয়ুম ভুল মেডিসিন প্রয়োগের মাধ্যমে একজন সুস্থ সবল ব্যক্তির কিডনি ড্যামেজ করে। সে ঘটনা দোষী ডাক্তারের শাস্তি দাবি করে গত ২ জুলাই ফেনী সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন রোগী ও তার স্বজনরা।
ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, গত ২ জুলাই একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনা বের করতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনটি হাতে ফেলে দোষী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ফেনীর এই হাসপাতালে গত ২৫ জুন লেপারস্কপি চিকিৎসা করাতে এসে ভুল চিকিৎসায় এক নারী চিকিৎসকের মৃত্যু হয়।
মামুন/ আল/ দীপ্ত সংবাদ