নাটোরে বাগাতিপাড়া উপজেলার বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র প্রদান ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আনোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে র্যাব–৫।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ মওদুদ।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ মওদুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বিলপাড়া এলাকা অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে ২টি ভুয়া নিয়োগপত্রসহ আটক করা হয়। আটককৃত আনোয়ার হোসেন ওই এলাকার মো. ইব্রাহিম হোসেনের ছেলে।
কোম্পানি অধিনায়ক আরো জানান, আটক আনোয়ার হোসেন বাংলাদেশ সেনাবাহিনীতে, “অফিস সহায়ক ও ড্রাইভিং ট্রেড” পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে পাবনা জেলার আতাইকুলা থানার শ্রীকোল চরপাড়া এলাকার মৃত শামসুর রহমানের ছেলে মোকতার হোসাইনের কাছ থেকে ৬ লাখ ২৯ হাজার টাকা এবং মৃত আনসার আলীর ছেলে দুলাল হোসেনের নিকট হতে ৭ লাখ ৫ হাজার টাকা নিয়ে উভয়কেই নিয়োগ পত্র প্রদান করে।পরে চলতি বছরের ১৭ জানুয়ারি কাদিরাবাদ ক্যান্টনমেন্টে উপস্থিত হয়ে স্থানীয়দের কাছে জানতে পারে তাদেরকে দেওয়া নিয়োগ পত্রগুলো ভুয়া।পরে প্রতারক আনোয়ার হোসেনের ফোন বন্ধ পেলে ভূক্তভোগী মোকতার হোসাইন অভিযোগ করলে অভিযানে নামে র্যাব।
আটক আনোয়ার হোসেন উপস্থিত সাক্ষীদের সামনে অভিযোগের সত্যতা স্বীকার করে জানায়,সে চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকুরী দেওয়ার কথা বলে কৌশলে কম্পিউটারে এডিটিং করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেনাবাহিনীর মনোগ্রামসহ সিল মোহর ও স্বাক্ষর ব্যবহার করে চাকুরীর ভূয়া নিয়োগপত্র তৈরী করে চাকুরী প্রত্যাশীদের কাছে প্রদান করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
এ ঘটনায় ভূক্তভোগীরা বাদী হয়ে আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় প্রতারনা মামলা দায়ের করে।
সাহেদুল/আল/ দীপ্ত সংবাদ