ডিবি পুলিশ পরিচয়ধারী চার ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২০ মার্চ) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরী ও মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে র্যাব–১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেফতাররা হলেন: শেখ মো. সোনা মিয়া (৩৩), মোশারফ হোসেন (৩৫), মো. আকাশ মিয়া (৩৪), মো. ঠাণ্ডু মিয়া (২৫)।
র্যাব–১৪–এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, টাঙ্গাইল সদর উপজেলার রাঙাচিরা গ্রামের দুলাল মণ্ডলের ছেলে সাগর মণ্ডলকে সোমবার (২০ মার্চ) রাতে ডিবি পুলিশ পরিচয়ধারী চার ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা সাগরের গাড়ি নিয়ে ডাকাতির উদ্দেশ্যে মানিকগঞ্জের দিকে রওনা দেয়। সাগর মণ্ডলের কাছ থেকে খবর পেয়ে র্যাব নাগরপুর উপজেলার কাঠুরী ও মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানে পিস্তলসদৃশ একটি বস্তু, সুইচ গিয়ার চাকু, ডিবি পুলিশ পরিচয়ের ভুয়া ভিজিটিং কার্ড, টর্চলাইট, নগদ এক হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোনসহ চার ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় একটি মামলা হয়েছে।
এমবিআর/দীপ্ত সংবাদ