ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র যে ঘোষণা দিয়েছে, এটি তাদের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে বাংলাদেশ ও আমাদের প্রতিক্রিয়া জানতে এসেছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছিলেন যে, কাউকে উদ্দেশ্য করে এই ভিসানীতি করা হয়নি। নির্বাচন যাতে সুন্দর হয়, তা নিশ্চিত করতেই এই নীতি করা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত সড়কে বিশেষ নিরাপত্তা হঠাৎ তুলে নেয়ার বিষয়ে কথা বলেছেন। মন্ত্রী তাকে জানিয়েছেন, সমস্ত দূতাবাসকে একই নিরাপত্তা দেয়া হবে। কেউ যদি বাড়তি নিরাপত্তা চায় তবে ফি প্রদানের মাধ্যমে তা পাবে।
তিনি বলেন, ‘জঙ্গিবাদের উত্থানের সময় যেসব রাষ্ট্রদূতকে আমরা নিরাপত্তা দিতাম, একইভাবে একই পর্যায়ে সবাইকে নিরাপত্তা দেব। আমরা আবারও বলেছি, কূটনৈতিক পাড়া, তাদের চলাচল ও বিদেশিদের নিরাপত্তা দেওয়ার কর্তব্য হলো আমাদের। তাদের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচলের বিষয়ে আমরা সবসময় সতর্ক আছি। আমাদের অঙ্গীকার হলো, সব রাষ্ট্রদূত যাতে নিশ্চিন্তে নিরাপদে থাকেন, তার ব্যবস্থা করা।’
আল/দীপ্ত সংবাদ