জয় দিয়ে শেষ বছর করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগায় রবিবার (২১ ডিসেম্বর) রাতে ভিয়ারিয়ালকে তারা জোড়া গোল ব্যবধানে পরাজিত করেছে।
প্রথমার্ধে পেনাল্টি থেকে শিরোপাধারীদের এগিয়ে নেন রাফিনিয়া। বিরতির পর ব্যবধান আরও বাড়ান লামিনে ইয়ামাল। ম্যাচের বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেললেও ভিয়ারিয়াল দারুণ লড়াই করেছে। তবে গার্সিয়ার দেয়াল ভাঙতে পারেনি তারা।
পরিসংখ্যানে দেখা গেছে, ভিয়ারিয়াল ২০ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে ১৩টি শট নেন, যার মধ্যে ৫টি লক্ষ্যভেদী। বার্সেলোনার পক্ষ থেকে ১৯টি শটের ৫টি লক্ষ্যভেদী হয়।
এই জয় বার্সেলোনাকে ১৮ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্টে শীর্ষস্থানে রাখলো। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনা নতুন বছর শুরু করবে ৩ জানুয়ারি লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে।