শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

ভিনিসিয়াসের লাল কার্ড প্রত্যাহার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গত ২১ মে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রের সঙ্গে হওয়া বর্ণবাদী আচরণে ক্ষুব্ধ পুরো ফুটবল দুনিয়া। কোনোভাবেই এটি মেনে নিতে পারেননি খেলোয়াড়, কোচ থেকে শুরু করে সাংবাদিকরাও।

তবে আলোচনায় ছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষের ম্যাচে ভিনিসিয়াসকে দেখানো লাল কার্ডের বিষয়ে। গ্যালারি থেকে বিদ্বেষী মন্তব্যের পর ক্ষুব্ধ ভিনিসিয়াস প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। এরপরই তাকে লাল কার্ড দেখান রেফারি। তবে বিতর্কিত সেই কার্ড প্রত্যাহার করেছে র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। একইসঙ্গে কঠিন শাস্তি পাচ্ছে ভ্যালেন্সিয়া।

এবার সেই লাল কার্ড প্রত্যাহার করে নিয়েছে র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। একইসঙ্গে ভ্যালেন্সিয়াকে আনা হয়েছে শাস্তির আওতায়। এমনটি জানায় ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম।

বুধবার (২৪ মে) প্রকাশিত গোল ডটকমের একটি প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার একটি বিবৃতি দেয় আরএফইএফ। যেখানে ভিনিসিউসকে নির্দোষ ঘোষণা করা হয়। কারণ তিনি পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়েছিলেন মেজাজ হারাতে। একবার, দুইবার নয়, চলতি মৌসুমে এ নিয়ে পাঁচবার বর্ণবাদের শিকার হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। এই অবস্থায় কারও পক্ষে মেজাজ ঠিক রাখা সম্ভব নয় এবং ঘটনার ভিডিও দেখে আরএফইএফ সিদ্ধান্ত নেয় লাল কার্ড ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের।

এদিকে, ভ্যালেন্সিয়াকে ৪৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মেস্তায়া স্টেডিয়ামের যে অংশ থেকে বর্ণবাদী আচরণ করা হয়েছে ভিনিসিয়াসকে, সেই সাউথ স্ট্যান্ড পরবর্তী পাঁচ ম্যাচের জন্য বন্ধ করে দিয়েছে আরএফইএফ। যদিও বর্ণবাদের ঘটনার তদন্ত এখনও চলমান, তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এটিকে ‘প্রমাণিত’ ধরে নিয়েছে বলেই ওই বিবৃতিতে জানানো হয়।

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More