বছরের প্রথম এল ক্লাসিকোতে একক আধিপত্য দেখিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল রিয়াল।
রবিবার (১৪ জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ফাইনালে বার্সেলোনাকে ৪–১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ সুপার কাপের সব শেষ আসরে বার্সেলোনার কাছে ৩–১ গোলে হেরেই শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছিল রিয়াল মাদ্রিদের। তবে এবার লস ব্লাঙ্কোসদের কাছে পাত্তাই পায়নি বার্সা। ম্যাচের শুরু থেকেই বল পজিশনে রেখে খেলতে থাকে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের তিন মিনিটেই বার্সার রক্ষণভাগে দুইবার ভীতি ছড়িয়েছে ভিনি–রদ্রিগোরা। ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেয় রিয়াল। জুড বেলিংহ্যামের পাসে মাঝমাঠ থেকে পাওয়া বলে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন ভিনিসিয়ুস।
বার্সা ঘুরে দাঁড়ানোর সময় নেওয়ার আগেই ৩ মিনিটের ব্যবধানে লিড বাড়ান ব্রাজিল তারকা। দানি কারভাহালের লম্বা করে বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে পড়েন রদ্রিগো। এরপর ভিনিসিয়ুসের উদ্দেশে বল বাড়ালে দারুণ স্লাইডে লক্ষ্যভেদ করেন ভিনি।
১০ মিনিটে ২ গোল খেয়ে দিশেহারা বার্সা এরপর আগ্রাসী হয়ে। ৩৩ মিনিটে সাফল্য পান লেভান্ডোভস্কি। বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে ব্যবধান কমান এই স্ট্রাইকার।
গোল খাওয়ার পর লিড পুনরুদ্ধার করতে বেশি সময় নেয়নি রিয়াল। এবারও নায়ক ভিনিসিউস। ৩৯ মিনিটে রিয়ালের হয়ে পেনাল্টি আদায় করে নেন এই স্ট্রাইকার। নিজেই শট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই তারকা।
দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি বার্সা। ম্যাচের ৬৪ মিনিটে কাতালানদের কফিনে শেষ পেরেক ঠুকেছেন আরেক ব্রাজিলিয়ান রড্রিগো। হারের ব্যবধান কমানো তো দূরে থাক, ম্যাচের ৭১ মিনিটে উল্টো লাল কার্ড দেখে বার্সাকে আরও বেশি বিপদে ফেলেন রোনল্ড আরাউহো। বাকি সময় ১০ জনের বার্সাকে হুমকি হয়ে উঠতে দেয়নি রিয়াল। রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে মাতে রিয়াল শিবির।
স্প্যানিশ সুপার কাপে এ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বার চ্যাম্পিয়ন হলো আনচেলত্তির শিষ্যরা।
এসএ/দীপ্ত নিউজ