ঘূর্ণিঝড় ‘মোখা‘ মোকাবেলায় নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে অবস্থানরত ৩০ হাজার রোহিঙ্গাকে নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। এছাড়া নোয়াখালীতে সংস্থাটির পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে।
শুক্রবার (১২ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য ও জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
তিনি জানান, অতীতে যেকোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা মানুষের পাশে ছিল। আসন্ন ঘূর্ণিঝড় মোকেবেলায়ও স্বেচ্ছাসেবীরা বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে জরুরি পরিস্থিতি মোকাবেলায় ৫ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এবারের ঘূর্ণিঝড়ে নোয়াখালী অঞ্চলের বড় চ্যালেঞ্জ ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া। সে লক্ষ্যে রেডক্রিসেন্ট এর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। জরুরী পরিস্থিতিতে ভাসানচরের বিশ হাজার রোহিঙ্গাকে দ্রুত অন্যত্র সরিয়ে রাখার মত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের জন্য তাবুসহ অন্যান্য সরঞ্জামাদি প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের স্বেচ্ছাসেবীরা ইতোমধ্যে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আবহাওয়া অফিসের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ৩ নং সংকেত পড়ার সাথে সাথেই আমাদের স্বেচ্ছাসেবীরা তাদের কাজে নেমে পড়বেন।
আফ/দীপ্ত সংবাদ