পর্দায় ফিরছেন পরীমণি। জানা গেল নতুন কাজ নিয়ে ফিরছেন ভালোবাসা দিবসে। এবিএম সুমনের সঙ্গে মিষ্টি প্রেমের রসায়নে ‘বুকিং’ নামের একটি ওয়েব ফিল্মে দেখা যাবে পরীমণিকে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে ফিল্মটির পোস্টার শেয়ার করে খবরটি জানিয়েছেন তিনি।
এদিকে ছবির একটি পোস্টারও প্রকাশিত হয়েছে। ঢাকার অদূরে ৩০০ ফিটে হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান।
নির্মাতা আরিয়ান জানান, ‘বুকিং’ মিষ্টি একটা প্রেমের গল্প। যেখানে পরীমনি ও সুমনকে আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি। সুন্দর একটা গানও আছে এতে। সব মিলিয়ে ৩০ মিনিটের একটা ‘ফিল গুড’ প্রেমের গল্প।
আরও পড়ুন: বুঝেশুনে খেতে বললেন পরীমণি
এ প্রসঙ্গে পরী বলেন, ‘বুকিং’র গল্প খুব সুন্দর। নানা চমক রয়েছে সিনেমায়। তাছাড়া আরিয়ান আমার বেশ পছন্দের নির্মাতা। নতুন বছরে এমন একটি কাজের মধ্য দিয়ে শুরু করছি বলে বেশ ভালো লাগছে।
মূলত ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিজ’ নামে কয়েকটি গল্প নিয়ে নৃ–তত্ত্ব চলচ্চিত্র নির্মাণ করছে বঙ্গ। আরিয়ানের ‘বুকিং’ তার মধ্যে একটি। আর এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পরীমণি–সুমন। ভালোবাসা দিবসে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে ফিল্মটি।
এসএ/দীপ্ত নিউজ